ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জিএম কাদের ও স্ত্রী শরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:২৮ পিএম জিএম কাদের ও স্ত্রী শরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।

দুদক জানিয়েছে, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। এই অর্থের মূল সুবিধাভোগী ছিলেন তিনি নিজেই। অভিযোগ অনুযায়ী—

  • চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

  • তার পরিবর্তে সংসদ সদস্য হন শরীফা কাদের।

  • জিএম কাদের দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যেখানে ৩০১ সদস্যের হওয়ার কথা, সেখানে সদস্য সংখ্যা বাড়িয়ে ৬০০-৬৫০ জন করা হয়েছে। এটি পদ বাণিজ্যের সুস্পষ্ট প্রমাণ বলে দাবি করছে দুদক।

সম্পদের হিসাব

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী—

  • জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ৮৪ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে।

  • শরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে।

  • এছাড়া ঢাকায় ফ্ল্যাট ও লালমনিরহাটে জমিসহ একাধিক স্থাবর সম্পত্তির মালিক তিনি।

রাজনৈতিক ক্যারিয়ার

জিএম কাদের প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯-২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!