ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ফরিদপুরের রণকাইল পদ্মবিলে নৌকাবাইচ: গ্রামীণ উৎসবে হাজারো মানুষের ঢল

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি আগস্ট ৩১, ২০২৫, ০২:১৬ পিএম ফরিদপুরের রণকাইল পদ্মবিলে নৌকাবাইচ: গ্রামীণ উৎসবে হাজারো মানুষের ঢল

বাংলার লোকজ সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য নৌকাবাইচ। বর্ষা শেষে নদী ও বিল ভরে উঠলে গ্রামীণ জনজীবনে শুরু হয় এই প্রাণের উৎসব। সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের রণকাইল পদ্মবিলে আয়োজিত হয় জমকালো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আয়োজনে ছিলেন রণকাইল যুব সমাজ।

বিলের পাড়জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। নারী-পুরুষ-শিশুসহ হাজারো দর্শক ভিড় জমায় প্রতিযোগিতা উপভোগ করতে। বৃষ্টি উপেক্ষা করে ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে, মাঝিদের সমস্বরে বইঠা চালানোর দৃশ্য ভেসে ওঠে উৎসবের রঙিন চিত্রে। একসঙ্গে লম্বা সরু নৌকায় বইঠার ছন্দে প্রতিযোগিতা যেন রূপ নেয় লোকজ উৎসবে।

প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। চারটি রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে আটঘর ইউনিয়নের মোহাম্মদ আনিসুর রহমান ও সুবাদুর রহমানের নেতৃত্বাধীন ৬০ সদস্যের দল চ্যাম্পিয়ন হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর এ আয়োজন আবারো গ্রামীণ জীবনে প্রাণের সঞ্চার করেছে।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ছিল একটি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার ডিনার সেট, তৃতীয় পুরস্কার রাইস কুকার এবং অংশগ্রহণকারী অন্যান্য নৌকার দলনেতাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

স্থানীয়রা জানান, নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সমাজে আনন্দ, মিলনমেলা ও ঐতিহ্যের প্রতীক। দীর্ঘদিন পর আয়োজিত এ উৎসব ঘিরে গোটা এলাকাজুড়ে বইছে আনন্দের হাওয়া।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!