ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

রাবিতে ছাত্রদল-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, আহত চারজন

কালের সমাজ | হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি আগস্ট ৩১, ২০২৫, ০২:৪৫ পিএম রাবিতে ছাত্রদল-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, আহত চারজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শাখা ছাত্রদল। রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির এক পর্যায়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে অন্তত চারজন আহত হন।

ঘটনার সময় সাধারণ শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ছাত্রশিবিরের কিছু কর্মী কার্যালয় অবমুক্ত করতে গেলে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের রহমান, মতিহার হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহির এবং নুরুল ইসলাম শহীদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রদল। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলে, ছাত্রদলের কিছু কর্মী কার্যালয়ের ভিতরে ঢুকে বারান্দার একটি চেয়ার ভেঙে ফেলে ও একটি টেবিল উল্টে দেয়। এরপর ফটকে তালা লাগানো হয়। এসময় তারা *‘প্রথমবর্ষের ভোটাধিকার দিতে হবে’, ‘রাকসু আমার অধিকার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’*সহ বিভিন্ন স্লোগান দেন।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী দাবি করেন, “আমরা কোনো ভাঙচুর করিনি, শুধু টেবিল সরানো হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।”

ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ও রাবি শাখার সদস্যরা।

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানান, তফসিল ঘোষণার সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। তাই তাদের এখন ভোটার করার সুযোগ নেই, তবে আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।

কালের সমাজ//র.ন

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!