ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আশুলিয়ায় মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী!

কালের সমাজ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) আগস্ট ৩১, ২০২৫, ০৫:০৫ পিএম আশুলিয়ায় মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী!

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিশ্চিন্তপুর হাজীপাড়া এলাকায় মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী শোভন মাহমুদ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ৩১৯৬, তারিখ: (২৮ আগস্ট ২০২৫ইং)।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর হাজীপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলফাজ (২৫), পিতা মৃত- রাজ্জাক মিয়া, মাতা- শান্তনা বেগম। ভাড়া বাড়িতে বসেই সে দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। শুধু তাই নয়, এলাকার চলাচলের রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে। এ নিয়ে বিচার চাইতে গেলে উল্টো স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায় আলফাজ বাহিনী।

অভিযোগ রয়েছে, আলফাজ ও তার সহযোগীরা মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে। কেউ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আলফাজ স্থানীয় এক যুবলীগ নেতার ছত্রছায়ায় ছিলো। বর্তমানে সে নতুন করে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় মাদক ব্যবসা আরও জোরদার করেছে।

এলাকাবাসী জানান, আলফাজকে এর আগেও একাধিকবার আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করলেও পরে আদালত থেকে জামিনে বের হয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে।

ভুক্তভোগী শোভন মাহমুদ বলেন-
"মাদক সন্ত্রাসী আলফাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ আমরা। আশুলিয়া থানায় জিডি করেছি। সে ভাড়াটিয়া হয়ে এলাকার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে প্রতিবাদ করলে এলাকার অনেক নারী-পুরুষকে মারধর করেছে। আমরা এলাকাবাসী এর সুবিচার চাই।

 

কালের সমাজ/ হে.শে./ সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!