বিএসসি ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে তিন দফা দাবি বাস্তবায়নে সংহতি প্রকাশ করে ঢাকা -রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা৷
রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা।
এসময় তাঁরা ‘ তুমি কে আমি কে, কৃষিবিদ কৃষিবিদ ’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কৃষিবিদদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,‘কৃষিবিদের আবিষ্কার, সবার কাছে পরিষ্কার’, ‘ডিপ্লোমাদের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ১০ম গ্রেড উন্মুক্তকরণ, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এগ্রোনেমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, আমরা আমাদের অস্তিত্বের তিন দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি । যতদিন পর্যন্ত না আমাদের দাবি মানা হবে না ততদিন আমরা রাজপথে লড়ে যাবো। আজকে আমরা ব্লকেড কর্মসূচি দিয়েছি,যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি নিবে বাধ্য হবো।
তিনি ইন্টেরিমকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সুশীলগিরি না করে আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। যদি না মানেন তাহলে আমরা আপনাদের পতনের দাবিতে আন্দোলন করতে বাধ্য হবো।
ক্রপ সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদুল ইসলাম শহীদ বলেন এই কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে। কারণ ৫ আগস্ট পরবর্তী সময়ে যে আমাদের কৃষিবিদদের রাস্তায় নামতে হচ্ছে যেটা খুবই লজ্জাজনক। মন্ত্রীপরিষদ ও কৃষি উপদেষ্টাকে বলেন, আমাদের তিন দফা যৌক্তিক দাবি এবং ডিপ্লোমাদের গুলো অযৌক্তিক। এটির দ্রুত সমাধান করা না হলে সারা বাংলাদেশ গণকৃষিপ্রতিরোধ গড়ে তোলা হবে। অস্তিত্বের লড়ায়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো- ১০ম গ্রেডের চাকরি সকলের জন্য উন্মুক্ত করতে হবে, ১০ম গ্রেড থেকে বিএইডিসি কােটায় ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে এবং চার বছরে বিএসসি কমপ্লিট না করা পর্যন্ত কেউ ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে পারবে না৷
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :