ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

কালের সমাজ | চট্টগ্রাম প্রতিনিধি আগস্ট ৩১, ২০২৫, ০৫:৩৬ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় টানা সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় হাটহাজারী উপজেলা প্রশাসন। জারিকৃত আদেশ অনুযায়ী, হাটহাজারী পৌরসভা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় রোববার বিকেল ৩টা থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

এই সময়ে সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, শোভাযাত্রা, অস্ত্র বহন, পাঁচজনের বেশি মানুষের জমায়েত এবং যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!