স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রবিবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কো-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য অটুট রাখা জরুরি। অন্যথায় সুযোগসন্ধানীরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ প্রস্তুতি নিয়েছে। তবে এ প্রক্রিয়াকে সফল করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি তিনি নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :