ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা, জড়িতদের ছাড় নয়

কালের সমাজ | অনলাইন ডেস্ক আগস্ট ৩০, ২০২৫, ০৫:০৬ পিএম নুরের ওপর হামলায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা, জড়িতদের ছাড় নয়

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে জানানো হয়েছে, হামলায় জড়িত কেউই আইনের বাইরে থাকবে না। সরকারের এক বিবৃতিতে বলা হয়, “এ হামলা শুধু নুরুল হক নূরের ওপর নয়, এটি ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করা গণতান্ত্রিক আন্দোলনের চেতনার ওপরও আঘাত।”

অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করেছে, ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে। প্রভাবশালী হোক বা সাধারণ, কেউই দায় এড়াতে পারবে না। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে।

হামলায় আহত নূর ও তার দলের অন্যান্য সদস্যদের চিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানানো হয়। প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে বিদেশেও পাঠানো হবে।

সরকারের বিবৃতিতে নূরের প্রতি সংহতি জানিয়ে বলা হয়, “জাতি এ সংকটময় মুহূর্তে নুরুল হক নূর, তার সহযোদ্ধা ও পরিবারের পাশে রয়েছে।”

এতে স্মরণ করিয়ে দেওয়া হয়, ২০১৮ সালে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নূরের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তার সাহসী অংশগ্রহণ। বিবৃতিতে উল্লেখ করা হয়, নূরের সংগ্রামী ভূমিকা একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক হয়ে থাকবে।

একইসঙ্গে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে জাতীয় ঐক্যে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এছাড়া সরকার স্পষ্ট করেছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সরকারের ভাষায়, “জনগণের ইচ্ছাই জয়ী হবে—গণতন্ত্রের অগ্রযাত্রা থামাতে কোনো অশুভ শক্তিকে সুযোগ দেওয়া হবে না।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!