ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

মৌলভীবাজারে আইনজীবীর বাসায় হামলা আটক ৩

কালের সমাজ মৌলভীবাজার প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ০৪:৩১ পিএম মৌলভীবাজারে আইনজীবীর বাসায় হামলা আটক ৩

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে আইনজীবীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল (রোববার) রাত আনুমানিক ৯টার দিকে মৌলভীবাজার জেলা বারের আইনজীবী এডভোকেট বিল্লাল হোসেনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে একদল ভাড়াটে খুনি তার বাসায় হামলা চালায়। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে সন্ত্রাসীরা।

স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আইনজীবী বিল্লাল হোসেন প্রাণে রক্ষা পান। ঘটনাস্থলেই এলাকাবাসী ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল মৌলভীবাজার বারের আরেক আইনজীবী সুজন মিয়াকে পৌরসভার সামনে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যাকাণ্ডের বিচার বর্তমানে আদালতে চলমান রয়েছে। এখনো আসামিপক্ষের কোনো আইনজীবী ওকালতনামা দাখিল করেননি।

এ প্রসঙ্গে জেলা বারের আইনজীবীরা জানান, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাদী-বিবাদী নির্বিশেষে সবার জন্য কাজ করে আসছেন। সাম্প্রতিক এই ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালের সমাজ/ মৌ.প./ সাএ

Side banner
Link copied!