ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: ঢামেক পরিচালক

কালের সমাজ | ঢামেক প্রতিবেদক আগস্ট ৩১, ২০২৫, ০১:১০ পিএম নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রবিবার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি জানান, নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আগের তুলনায় শারীরিক অবস্থা ভালো হলেও এখনও কিছু জটিলতা বিদ্যমান।

পরিচালক বলেন, নুরুল হক নুরের দেহে চারটি গুরুতর সমস্যা ধরা পড়েছে—নাকের হাড় ভাঙা, চোয়ালের হাড়ে ভাঙন, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ কমতে শুরু করেছে।

তিনি আরও জানান, সর্বশেষ সিটি স্ক্যানের রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে। যদিও নুর এখনো আংশিক ট্রমায় ভুগছেন, তবে চিকিৎসকরা বলছেন তার অবস্থার উন্নতি হচ্ছে। নুরের চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!