রাজধানীতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণও হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয় এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই পাঁচটি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
পরিচালক আরও বলেন, মাথার সিটিস্ক্যান রিপোর্টে নাক ও চোয়ালের হাড় ভাঙার পাশাপাশি মাথার হাড়ে ফাটল ধরা পড়েছে। তবে মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হলেও তা গুরুতর নয় এবং ওষুধের মাধ্যমে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নুরের চোখ-মুখ ফুলে গেছে এবং চোখে রক্ত জমে আছে, তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
তিনি সতর্ক করে বলেন, “৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নুরের অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় গুরুতর আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :