রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে ঘিরে রোববার (৩১ আগস্ট) দিনভর উত্তেজনা ও অরাজক পরিস্থিতি বিরাজ করে। সকালে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদল কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র নিতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে ১০ মিনিট সময় বেঁধে দিয়ে তালা খুলতে বলেন। কিন্তু তালা না খোলায় তারা একজোট হয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ের দরজার তালা ভেঙে দেন।
এ ঘটনার পর টানটান পরিস্থিতি সৃষ্টি হলেও দুপুর আড়াইটার দিকে আবার মনোনয়নপত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। এতে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন প্যানেল এবং সাবেক নেতারা অংশ নেন।
রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, “মনোনয়নপত্র বিতরণ ফের শুরু হয়েছে। আজই শেষ দিন, তাই আগ্রহীরা আজকেই ফরম সংগ্রহ করতে পারবেন।”
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “নির্বাচনী তপশিল অনুযায়ী প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভব নয়। নির্বাচন কমিশনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।”
দিনভর এই টানাপোড়েনে একদিকে ছাত্রদল ও শিবিরকর্মীরা, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। যদিও বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :