কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ট্রাকচালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। প্রচণ্ড ঝড়বৃষ্টি ও তীব্র বাতাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাজরা ও দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি শিংলা এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের মদন থেকে চট্টগ্রামগামী নরসুন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এসময় বাসের চালকসহ অধিকাংশ যাত্রী প্রাণে রক্ষা পেলেও ট্রাকচালক ও বাসের দুই যাত্রী ভেতরে আটকা পড়ে যান।
ফায়ার সার্ভিস তিনটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া ট্রাকচালক ও বাসের দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।”
কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. ইলিয়াস ভূইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :