বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আধুনিক প্রযুক্তির আরেকটি ধাপে পদার্পণ করল। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় চালু হলো অনলাইন যানবাহন রিকুইজিশন ও জিপিএস ট্র্যাকিং সুবিধা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া নতুন এ সিস্টেমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী জানান, এখন থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের ইআরপি (প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রোফাইল) থেকে সহজেই যানবাহন রিকুইজিশন করতে পারবেন। সিস্টেমে গাড়ির নম্বর, চালকের নামসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে এবং মাত্র এক ক্লিকেই বুকিং সম্পন্ন হবে। পুরো সফটওয়্যারটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার নথিপত্র পরিবহনের নিরাপত্তার জন্য পূর্বে কেনা ২০টি জিপিএস যন্ত্র মজুদ না রেখে পরিবহন শাখায় ব্যবহার করা হচ্ছে। বর্তমানে চারটি দূরপাল্লার গাড়িতে এ ব্যবস্থা চালু হয়েছে। ধাপে ধাপে সব গাড়িতে ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন এ সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে দ্রুত গাড়ির অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।
পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. গোলজারুল আজিজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ূন কবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “পরিবহন শাখায় অনলাইন রিকুইজিশন ও ট্র্যাকিং ব্যবস্থা চালুর মধ্য দিয়ে একটি নতুন দিগন্তের সূচনা হলো। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই।”
তিনি আরও যোগ করেন, “সিস্টেমটি পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। তবে এটি বিশ্ববিদ্যালয়ের সবার জন্য কল্যাণকর হবে বলে আমরা আশাবাদী।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :