ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকারকে এক মাসের আলটিমেটাম দিলেন শিক্ষকরা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৫, ০৪:৪৬ পিএম সরকারকে এক মাসের আলটিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ সরকারকে দাবি মেনে নিতে এক মাস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে ধাপে ধাপে কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে এ ঘোষণা দেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি ছিলেন ১২ সদস্যের প্রতিনিধি দলের একজন।

দেলাওয়ার হোসেন জানান, ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও সমাধান না হলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান শুরু হবে।

প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে—

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাতা ৫০% থেকে ৭৫% করার প্রস্তাব ডিউ লেটার আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


২০% বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


মন্ত্রণালয় স্বীকার করেছে, সব দাবি একবারে পূরণ সম্ভব নয়। তবে দাবির বাস্তবায়নে কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

সদস্যসচিব বলেন, “আমরা মূলত বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছি। যদি এক মাসের মধ্যে ডিউ লেটার পাঠানো না হয়, আমরা নতুন কর্মসূচিতে যাব।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!