ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

কয়রায় প্রধান শিক্ষক আঃ খালেকের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ১৩, ২০২৫, ০৭:১৯ পিএম কয়রায় প্রধান শিক্ষক আঃ খালেকের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

কয়রা সদর ইউনিয়নের ৬৮ নং পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আঃ খালেকের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার(১২ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী, এস,এম, সি ও পি,টি,এ কমিটি এই অনুষ্ঠানের আয়োজনে করে।

বিদ্যালয়েন এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক এস এম সির সভাপতি মাওলানা রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও উপজেলা রির্সোস সেন্টারের ইনসট্রাক্টর জি এম লোকমান হোসেন। এতে আরও বক্তব্য রাখেন মদিনা মডেল সরকারি প্রাথমিক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি শহীদ সরোয়ার, সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, লুতফর রহমান, অমল কৃষ্ণ বাইন, : শাহ আলম, মিনাক্ষী রায়, সুফিয়া পারভীন, খালেদা পারভীন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এস এম  নুরুল আমিন নাহিন, সহকারি শিক্ষক  মোস্তফা জামাল, মোঃ রফিকুল ইসলাম,  মাওঃ নুরুল ইসলাম, অভিভাবক মোঃ হষরত আলী সানা, মোঃ ইয়াকুব আলী সানা, মোঃ আঃ রাজ্জাক সানা, মোঃ ইমদাদুল হক, গোলাম মোস্তফা,  জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম আজু প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,প্রাক্তন শিক্ষার্থী, ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!