ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

কালের সমাজ | ফরিদপুর প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০৫:২২ পিএম ফরিদপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাজারে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এই ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চোখের রোগ প্রতিরোধ এবং দৃষ্টি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ” শীর্ষক ক্যাম্পে ৪০ বছরের বেশি বয়সী দরিদ্র, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা খাতে কর্মরত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়। এখানে বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা বিতরণ এবং চোখের রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রয়োজনীয় রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম (রিজিওনাল ম্যানেজার, ফরিদপুর-২), আব্দুর রাজ্জাক (এরিয়া ম্যানেজার, ভাঙ্গা), মোহাম্মদ আলমগীর হোসেন (শাখা ব্যবস্থাপক, চুমুরদী বাজার শাখা)সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্র্যাক কর্মকর্তারা।

আয়োজকদের বরাতে জানা যায়, প্রায় ৩০০ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে এবং ২৫০টি চশমা বিতরণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!