ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযানিক দলকে পুরস্কৃত

কালের সমাজ | আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০৮:০৯ পিএম সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযানিক দলকে পুরস্কৃত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করায় অভিযানিক দলের সদস্যদের পুরস্কৃত করেছেন জিএমপি‍‍`র সম্মানিত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন ডিবি (উত্তর ও দক্ষিণ), বাসন থানার অভিযানিক দল এবং এলআইসি, জিএমপি‍‍`র সদস্যবৃন্দ।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, “সাংবাদিক সমাজ আমাদের অংশ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার প্রমাণ করে, পুলিশ জনগণের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।” এদিকে সাংবাদিক হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করায় সাংবাদিক সমাজ এই অভিযানিক দলকে ধন্যবাদ জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!