মাদারীপুর পৌরসভায় তিন মাসব্যাপী মশা নিধন অভিযান চলছে। পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. তৌহিদ খানের তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পৌরসভার সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির ফলে অনেক নিচু এলাকায় পানি জমে মশার প্রজনন বেড়ে গেছে। এ পরিস্থিতি মোকাবেলায় জমে থাকা পানির নিষ্কাশনের পাশাপাশি ফগার মেশিন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধনের স্প্রে করা হচ্ছে।
রবিবার (১০আগস্ট) পৌরসভার ৩নং ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কার্যক্রম দেখা যায়। এ সময় মশা নিধন কর্মীরা জানান, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানি জমে থাকার কারণে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। এজন্য নিয়মিতভাবে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে মশা দমন করা হচ্ছে এবং এ কার্যক্রম আগামী তিন মাস অব্যাহত থাকবে।
কনজারভেন্সি ইন্সপেক্টর মো. তৌহিদ খান বলেন, “প্রচণ্ড মশার উৎপাতের কারণে পৌরবাসী ভোগান্তিতে পড়েছেন। পৌর প্রশাসনের নির্দেশে আমরা বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনের স্প্রে চালাচ্ছি। পাশাপাশি নিচু এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়ের প্রজনন বেড়ে যাওয়ায় পৌরবাসীর দুর্ভোগ লাঘবে এই অভিযান তিন মাস ধরে চলবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :