ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে অগ্রণী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ০৫:২৮ পিএম জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে অগ্রণী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বুধবার (৬ আগস্ট) সকালে ঢাকার শাহবাগে অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। তাঁর সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রুবানা পারভীন, মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) মো. শামছুল আলম, প্রধান শাখার মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হক, ক্যামেলকো বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, অডিট বিভাগের মো. ইখতিয়ার উদ্দিন, প্রশাসন বিভাগের মো. জালাল উদ্দিন এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশনের রাওফা হকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শুধু ঢাকা নয়, দেশব্যাপী বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শাখা ও কার্যালয়েও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অগ্রণী ব্যাংক ভবিষ্যতেও পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!