মাদারীপুরে জুলাই অভ্যুত্থান ও বিপ্লব দিবস উপলক্ষে জেলা বিএনপির বিজয় মিছিল চলাকালে সন্ত্রাসী হামলায় দৈনিক আমার বার্তা পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলটি শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে অগ্রসর হলে ডিসি ব্রিজ এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লিখন মুন্সির ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই মিলন মুন্সি ও সোহাগ মুন্সিও ছুরিকাঘাতে আহত হন।
তিনজনকেই তাৎক্ষণিকভাবে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে শহিদুল ইসলাম লিখন ও সোহাগ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় ঘটনাস্থলের অদূরেই উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেনসহ পুলিশ সদস্যরা। তবে তারা হামলাকারীদের প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই নির্মম ও পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত শাকিল মুন্সি হত্যা মামলায় শহিদুল ইসলাম লিখনের নাম থাকায় পূর্ববিরোধের জেরে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :