সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে সুন্দরবনের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়। বুধবার (৬ আগস্ট) বনবিভাগের সদস্যরা হরিণটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় ফিরিয়ে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালবাড়িয়া গ্রামের কিছু মানুষ হরিণটিকে দেখতে পেয়ে সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, “হরিণটি সম্ভবত কোনো হিংস্র বন্য প্রাণীর তাড়া খেয়ে বা পানির তোড়ে দিক হারিয়ে লোকালয়ে চলে এসেছে। তবে সৌভাগ্যক্রমে এটি আহত হয়নি এবং সম্পূর্ণ সুস্থ ছিল।”
তিনি গ্রামবাসীর সচেতনতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “বন্যপ্রাণী রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। কোনো বন্যপ্রাণী চোখে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় বন অফিসে জানানো উচিত।”
বন বিভাগের এ সফল উদ্ধার অভিযানে স্থানীয়দের প্রশংসা করেছে পরিবেশ সচেতন মহল। হরিণটি নিরাপদে সুন্দরবনে ফেরত পাঠানোয় বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল বনবিভাগ ও এলাকাবাসী।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :