ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন সদস্য মাসুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালের সমাজ | চট্টগ্রাম ব্যুরো আগস্ট ৬, ২০২৫, ০৬:২৯ পিএম ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন সদস্য মাসুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন সদস্য, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. মাসুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম মোরশেদ মুন্না। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক।

দোয়া মাহফিলে ক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা মাসুদুর রহমানের সাংবাদিকতা, মানবসেবা ও প্রবাসজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিশেষে মো. মাসুদুর রহমানের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!