ঢাকার আশুলিয়ার জামগড়ার মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী ও ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার। ৫ আগষ্টের পর থেকে শরিফুল ইসলাম মোল্লা পলাতক ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের চৌকস একটি দল তাকে গ্রেফতার করেছেন।
শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়ার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করাসহ ছাত্র ‘জনতা হত্যা’ মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে আশুলিয়া থানার সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
রবিবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি এবং ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।”
তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন আশুলিয়াবাসী এবং আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে এই কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :