ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২,৩৮২ পদে সরাসরি নিয়োগের উদ্যোগ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৩:১৩ পিএম প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২,৩৮২ পদে সরাসরি নিয়োগের উদ্যোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বড় পরিসরের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়োগযোগ্য ২,৩৮২টি প্রধান শিক্ষক পদের বিপরীতে সরকারি কর্ম কমিশন (পিএসসি)-তে চাহিদাপত্র পাঠিয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধান শিক্ষক পদে মোট ২,৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ সংরক্ষিত রেখে বাকি ২,৩৮২টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। শিগগিরই এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদের অনুমোদিত সংখ্যা ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে ৩১ হাজার ৩৯৬টি পদে বর্তমানে শিক্ষক কর্মরত আছেন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে।

এ ছাড়া, জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশনসংক্রান্ত মামলার কারণে আটকে থাকা ৩১ হাজার ৪৫৯টি পদে মামলার নিষ্পত্তি হলে পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এই নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া শেষ হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের জনবল সংকট অনেকটাই দূর হবে। এর ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে বলে আশা করছে সরকার।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!