চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসে ২১ প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাশাপাশি এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মূল সনদ না থাকায় ২১ জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং ২ জন সহকারী ডেন্টাল সার্জন। পিএসসি জানিয়েছে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে, এমবিবিএস ডিগ্রি না পাওয়ায় সহকারী সার্জন পদে দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই নিয়োগ দিয়ে গেজেট জারি করবে। তবে তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত ও দুই জনের প্রার্থিতা বাতিল করা হলো।
উল্লেখ্য, ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪১ হাজার ২৫ জন আবেদনকারী অংশ নেন। পরদিন ফল প্রকাশে দেখা যায়, ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন ক্যাডারে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :