‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুর ১টায় উপজেলা পরিষদের নতুন ভবনের সামনের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, জুলাই পুনর্জাগরণ কর্মসূচির স্বেচ্ছাসেবক ‘জুলাই যোদ্ধা’সহ স্থানীয় সাংবাদিক ও বিআরডিবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের কর্মসূচি যুবসমাজকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উৎসাহিত করে।” তারা আরও বলেন, “তারুণ্যের শক্তি ও পরিবেশগত দায়িত্ববোধ একসঙ্গে কাজ করলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহজ হবে।”
উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির অংশ হিসেবে কুলিয়ারচরেও পরিবেশবান্ধব এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কার সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :