মাত্র ২২ দিনের মাথায় শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহার আলী সুমনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি গতকাল (১ আগস্ট) বিকেলে জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, ‘প্রশাসনিক কারণে’ তাকে ক্লোজড করা হয়েছে। তবে ভেতরের সূত্র বলছে, বিষয়টি শুধু প্রশাসনিক নয়—এর পেছনে রয়েছে গুরুতর শৃঙ্খলাভঙ্গ, রাজনৈতিক পক্ষপাতিত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অবস্থান গ্রহণের অভিযোগ।
জানা গেছে, ওসি আজাহার আলী তার ফেসবুক প্রোফাইলে ‘জয় বাংলা’ স্লোগান ও মুজিববাদী রাজনৈতিক মতবাদ সমর্থন করে একাধিক পোস্ট দেন। এসব পোস্টে সরাসরি পক্ষপাতমূলক বক্তব্য ও বিরুদ্ধ মতের মানুষকে ‘পাকিস্তানে চলে যাওয়ার’ পরামর্শ দেওয়ার মতো মন্তব্য করেন, যা ঊর্ধ্বতন মহলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের মাত্র ২২ দিনের মাথায় তিনি থানার অভ্যন্তরে আর্থিক লেনদেন, অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করেন। ফলে ‘জনস্বার্থে’ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে একটি অভ্যন্তরীণ আদেশে উল্লেখ করা হয়।
শুধু শিবচরেই নয়, এর আগের কর্মস্থল নরসিংদীর শিবপুর মডেল থানাতেও তিনি মাত্র তিন দিনের মাথায় বদলি হন। সেখানেও আচরণগত সমস্যার অভিযোগ উঠেছিল। ফলে আজাহার আলীকে ঘিরে একের পর এক বিতর্ক তার প্রশাসনিক সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
এই ঘটনায় শিবচর থানার সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে রাজনৈতিকভাবে ‘চরম পক্ষপাতদুষ্ট’ মন্তব্য, অন্যদিকে পেশাগত অনৈতিকতা—সব মিলিয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ প্রশাসনিক শৃঙ্খলার জন্য কতটা হুমকি তৈরি করতে পারে, তা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।
কার সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :