ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

জুলাই রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালের সমাজ | খুলনা ব্যুরো আগস্ট ২, ২০২৫, ০৭:২৭ পিএম জুলাই রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কতৃক যৌথ ভাবে জুলাই উম্মেষ লিপি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী,আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।।

শনিবার এনইউবিটি সকাল খুলনার শিববাড়ি‍‍`স্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রোফেসর ড. মো. আনায়ারুল হক জোয়ার্দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রোফেসর ড. মো. হারুনর রশীদ খান উপ উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনইউবিটিকে রেজিস্ট্রার মো. আব্দুর রউফ,সাবেক রেজিস্ট্রার ড. মো. শাহ আলম প্রমুখ।

এছাড়াও পুরুস্কার বিতারণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের নগদ অর্থ ও সংবর্ধনা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি বক্তব্য , প্রোফেসর ড. মো. হারুনর রশীদ বলেন, আমরা শুধুমাত্র শ্রেণিকক্ষে পড়াশোনা শিখি না, বরং জীবনের শিক্ষা আসে চারপাশের বাস্তবতা থেকে। জুলাইয়ের শহীদরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকার শিক্ষা। একজন ছাত্র যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তবে সমাজ বদলাতে বাধ্য।

অনন্য বক্তারা বলেন -“জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ শেখাটা জরুরি। সহ-শিক্ষা, যেমন বিতর্ক, সাহিত্য, সংগীত বা সমাজসেবামূলক কাজ, একজন শিক্ষার্থীর ভেতর নেতৃত্ব ও নৈতিক সাহস গড়ে তোলে। যারা জুলাইয়ে শহীদ হয়েছে, তারা এমন এক শিক্ষা দিয়েছিল, যা কোনো পাঠ্যবইয়ে লেখা নেই—তা হলো আত্মত্যাগ, দেশপ্রেম ও ন্যায়বোধ।”

জুলাইয়ের শহীদরা আমাদের জন্য স্বাধীন চিন্তার দরজা খুলে দিয়েছে। আজ আমরা মুক্তভাবে প্রশ্ন করতে পারি, মত দিতে পারি—এটা তাদের আত্মত্যাগের ফসল। আমাদের দায়িত্ব এখন শুধু স্মরণ নয়, বরং শিক্ষায়, গবেষণায় এবং ন্যায়ের পক্ষে সক্রিয় থেকে তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করা।”

কার সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!