জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে। এ উপলক্ষে সমাবেশস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শনিবার (২ আগস্ট) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা গেছে, মূল বেদিতে মঞ্চ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি গাছে মাইক বসানো, সিসিটিভি স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দলের স্বেচ্ছাসেবক টিম পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নতুন বাংলাদেশের রূপরেখা হিসেবে ২৪ দফা ইশতেহার ঘোষণা করবেন। দলটির এক সূত্র জানিয়েছে, এই ইশতেহারে থাকবে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি দমন, নগরায়ণ, প্রবাসনীতি, অর্থনৈতিক কাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা।
শনিবার বিকেলে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন হয়নি। সেই ব্যবস্থার বিরুদ্ধে রোববারের সমাবেশে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি সুরাহা হওয়া জরুরি। অধিকাংশ বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হলে আমরা চূড়ান্তভাবে সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।”
সংস্কার প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “সংবিধানিক সংস্কার কেবল নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া যাবে না। নির্বাচন এবং পরবর্তী সংসদ উভয়ই জুলাই সনদের ভিত্তিতেই পরিচালিত হতে হবে।”
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ কিংবা এর নামে কেউ অপকর্ম করলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির এই ইশতেহার অনেকটাই নির্বাচনী ইশতেহারের মতো, যেখানে দলটি কেমন বাংলাদেশ গড়তে চায়, তার বিস্তারিত রূপরেখা থাকবে। ২৪ সালের গণ-অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত এনসিপি এই জন্যই ২৪ দফা যুক্ত করে ইশতেহার সাজিয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :