ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কুলিয়ারচরে ‘জুলাইয়ের মায়েরা’ কর্মসূচির আওতায় মা সমাবেশ অনুষ্ঠিত

কালের সমাজ | কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি আগস্ট ২, ২০২৫, ০৮:১৩ পিএম কুলিয়ারচরে ‘জুলাইয়ের মায়েরা’ কর্মসূচির আওতায় মা সমাবেশ অনুষ্ঠিত

‘জুলাই পুনর্জাগরণে—জুলাইয়ের মায়েরা’ শীর্ষক জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে “মা সমাবেশ”। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক মা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন মা-ই পারে একটি সচেতন ও সুস্থ সমাজ গড়ে তুলতে। নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং পরিবারে শিক্ষার সূচনা মায়ের হাত ধরেই শুরু হয়। তাই মা’দের সচেতন করা রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশ।”

সমাবেশে ‘জুলাইয়ের মায়েরা’ এই প্রতীকী ধারণার মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা, সুরক্ষা ও নেতৃত্ব বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভাতা, প্রশিক্ষণ ও নারী উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও নারী নেত্রীরা।

সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সচেতন করে, সাহস জোগায়। এখন আমরা আমাদের অধিকার, সুযোগ-সুবিধা ও দায়িত্ব সম্পর্কে স্পষ্টভাবে জানি।”

উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির আওতায় সারাদেশেই এই ধরনের মা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যার মূল লক্ষ্য নারীকে সম্মান, অধিকার ও ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া।

কার সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!