পার্বত্য জেলা বান্দরবানের লামায় ভারি বর্ষণে সড়কের উপর পাহাড় ধসের ঘটনায় ৪ দিন যান চলাচল বন্ধ থাকার পর সড়ক থেকে মাটি সরিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে গত সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার লামামুখ - রাজবাড়ি এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ সড়কের ওপর মাটি ও পাথর ধসে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে স্কুল, কলেজ, মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীসহ এলাকাবাসী অবরুদ্ধ হয়ে পড়ে। ভয়াবহ ভোগান্তির মুখে পড়েন, কর্মজীবি ও পরিবহন সমিতির চালক - শ্রমিকরা।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মঈন উদ্দিন এর প্রচেষ্টায়, সেনাবাহিনীর সহযোগিতায় টানা ৪ দিন ধরে এস্কেভেটর ও ডাম্পার ট্রাক দিয়ে মাটি ও পাথর সরানোর পর গতশুক্রবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ, পৌর , সহায়তা কাজে অংশ নিতে দেখা গেছে।
লামা স্থানীয় বলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈন উদ্দিন, লামা পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক, মানবিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সর্ব মহলে প্রশংসীত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ধসে পড়া মাটি সড়ক থেকে অপসারণ করায় মানবিক কর্মকর্তা হিসেবে সকলের মন জয় করেছেন তিনি।
লামা পৌরসভার ৫নং ওয়ার্ড়ের সাবেক কাউন্সিলর আলী আহমদ বলেন, লামামুখ-রাজবাড়ি এলাকায় জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে মাটি অপসারণ করে নজিরবিহীন এক মানবিক উদ্যোগে আবারও আলোচনায় লামা পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন। লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, লামামুখ-রাজবাড়ি সড়কে বড় ধরনের পাহাড় ধস হওয়ার ফলে সড়ক থেকে মাটি সরাতে কিছুটা সময় লাগছে। প্রাণ পণ প্রচেষ্টা চালিয়ে টানা ৪ দিন মাটি অপসারণ করে সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে পুরো সড়ক থেকে ধসে পড়া মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে।
কার সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :