ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আমীরে জামায়াতের সুস্থতা কামনা করে হাটহাজারীতে জামায়াতের দোয়া অনুষ্ঠান

কালের সমাজ | মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি আগস্ট ২, ২০২৫, ০৬:৪৭ পিএম আমীরে জামায়াতের সুস্থতা কামনা করে হাটহাজারীতে জামায়াতের দোয়া অনুষ্ঠান

আমীরে জামায়াত  ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও  নেক হায়াত কামনা করে এক দোয়ার অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা। শুক্রবার (১ আগস্ট) বাদ এশা উপজেলা কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মিড়িয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,উত্তরজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন,নতুন বাংলাদেশের মানবিক নেতা আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান এ মুহুর্তের জাতির ঐক্য ও সংহতির অন্যতম কর্ণধার। দেশ জাতির কল্যাণে আমীরে জামায়াতকে দ্রুত সুস্থ হয়ে মানুষের কল্যাণে ভুমিকা রাখা খুবই জরুরী। মহান আল্লাহ আমাদের মানবিক নেতাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।

উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে দোয়ার অনিষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জায়াতের নায়েব আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী,সেক্রেটারী অধ্যাপক আব্দুল  মালেক চৌধুরী  এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মিজানুর রহমানসহ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।

কার সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!