ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০৯:২৫ পিএম নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান

সরকারবিরোধী নাশকতা পরিকল্পনার আশঙ্কায় রাজধানীজুড়ে আগস্ট মাসজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ (২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, "আগস্ট মাস নিয়ে সবসময়ই কিছু শঙ্কা থাকে, যেটা পত্রপত্রিকায়ও উঠে এসেছে। এসব বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পুলিশের প্রতিটি থানা, ইউনিট ও টিমকে সক্রিয় রাখা হয়েছে।"

সরকার পতনের এক বছর পূর্তি ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে—এমন তথ্য রয়েছে বলেও জানান তিনি। “যদিও সরাসরি কোনো হুমকির তথ্য নেই, তবে ঢাকায় কয়েকজন রাজনৈতিক নেতার মালিকানাধীন ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের গোপনে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এসব অবস্থান নিবিড় নজরদারিতে রয়েছে।”

রমনা বিভাগের ডিসি আরও বলেন, “শুধু ফ্ল্যাট নয়, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোতেও নজরদারি চালানো হচ্ছে, যেখান থেকে গোপনে অপতৎপরতা চালানোর আশঙ্কা রয়েছে।”


তিনি জানান, চিরুনি অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে এবং পুরো আগস্ট মাসজুড়ে তা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আগস্ট মাসে বিশেষ কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!