ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ১০:৩১ এএম রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র শনিবার (২ আগস্ট) এক পূর্বাভাসে জানিয়েছে, এসব অঞ্চলে আগামীকাল রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।

এছাড়াও, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, নদীবন্দর এলাকায় ঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!