ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হতে পারে: উপদেষ্টা মাহফুজ আলম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ১২:১৫ পিএম ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হতে পারে: উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট অথবা তার আগেই প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত পুনর্জাগরণ র‌্যালির সমাপনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের পরিবর্তন চেয়েছিলাম, তার একটি দালিলিক প্রমাণ থাকা জরুরি। সেই দালিলিক প্রমাণই হবে জুলাই ঘোষণাপত্র। এতে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশের একটি রূপকল্প তুলে ধরা হবে।”

তিনি জানান, ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের স্বাক্ষর প্রয়োজন হবে কিনা, তা এখনো চূড়ান্ত নয়। তবে যেসব ব্যাপারে সকল দলের মধ্যে ঐকমত্য রয়েছে—তেমন ঐতিহাসিক ও ভবিষ্যতমুখী বিষয়গুলো ইতোমধ্যে ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

“৫ আগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন। আজ বা এর আগেও ঘোষণাপত্র প্রকাশ হতে পারে,” বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, “ঘোষণাপত্রের মাধ্যমে আমরা দালিলিকভাবে প্রমাণ রাখতে চাই যে, কোন আকাঙ্ক্ষা, কোন ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কোন লক্ষ্যে পৌঁছাতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।”

তিনি বলেন, “এই ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর দলিল নয়, বরং এটি হবে একটি জাতীয় রূপরেখা, যা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা দেবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!