ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বেতবাড়ী-শাহজাহানপুর সড়কের বেহাল দশা- জনদুর্ভোগ চরমে

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ আগস্ট ২, ২০২৫, ১১:০৪ এএম বেতবাড়ী-শাহজাহানপুর সড়কের বেহাল দশা- জনদুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের বেতবাড়ী-শাহজাহানপুর সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমেসিরাজগঞ্জের পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী-শাহজাহানপুর সড়কের বেহাল অবস্থার কারণে আট গ্রামের মানুষ চরম ভোগান্তিতে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী-শাহজাহানপুর কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আছে।

প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে পরিণত হয়ে পড়ে। এর ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নের অন্তত আটটি গ্রামের সাধারণ মানুষ।

অবস্থাবেতবাড়ী-শাহজাহানপুর সড়কটি প্রায় এক দশক আগে তৈরি করা হয়েছিল। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সড়কের বিভিন্ন জায়গায় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি করে। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়।


স্থানীয়দের দুর্ভোগ বেতবাড়ী, শাহজাহানপুর, খোলাবাড়ী, জালালপুর, হোসেনপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ এই সড়কটির উপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি প্রয়োজনে হাসপাতাল বা শহরে যাওয়া তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে হয়, যা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম বলেন, "আমরা ইতিমধ্যে সড়কটির সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।" অন্যদিকে, স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, "প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের প্রচণ্ড কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে আমাদের সমস্যা আরও বাড়বে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের জানান, "বেতবাড়ী-শাহজাহানপুর সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। সড়ক ও জনপথ বিভাগকে ইতিমধ্যে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সড়কটির বেহাল দশার কারণে এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমস্যা হচ্ছে। এতে তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এছাড়া, সড়কটির দুরবস্থার কারণে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

দ্রুত সংস্কার প্রয়োজন, যা স্থানীয় এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে, সড়কটির বর্তমান সমস্যা সমাধান করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!