ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

কালের সমাজ জুলাই ২৭, ২০২৫, ১০:৫৭ এএম গাজীপুরে ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার নয়নপুর (ধনুয়া) এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টসহ সাত মাসের এরিয়ার বিল ১ আগস্টের মধ্যে পরিশোধ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে উপযুক্ত কর্মী নিয়োগ, অযোগ্য ব্যক্তিদের অপসারণ, বেতন কাঠামো পুনর্গঠন, প্রতি ফেব্রুয়ারিতে মানসম্মত বেতন বৃদ্ধি, আন্দোলনের সময় অনুপস্থিতি হাজিরা হিসেবে গণ্য করা, সিভিল কর্মীদের জন্য সর্বনিম্ন ৫০০ টাকা হাজিরা, ১৫০০ টাকা হাজিরা বোনাস, পুরোনো সব সুযোগ-সুবিধা ও বয়স্কভাতা পুনরায় চালু এবং কোম্পানির অভ্যন্তরীণ ও উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তাদের অপসারণ।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে ন্যায্য অধিকার আদায়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকরা তাতে কর্ণপাত না করায় সকাল সাড়ে ৮টার দিকে টিয়ার গ্যাস ও কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা না সরায় আইনশৃঙ্খলা রক্ষায় গ্যাস নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের কিছু দাবি যৌক্তিক হলেও, কিছু দাবি অযৌক্তিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিছু শ্রমিক উসকানিমূলক আচরণে সড়ক অবরোধে অংশ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!