ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ অপকর্ম করলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ১২:৩২ পিএম আওয়ামী লীগ অপকর্ম করলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

৫ আগস্ট ঘিরে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা) যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।”

আওয়ামী লীগের গোপন কার্যক্রম ও তাতে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “যে কোনো বাহিনীর সদস্য হোক না কেন, কেউ অপকর্মে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তারা যদি গোপনে বা প্রকাশ্যে কোনো অপতৎপরতায় জড়ায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গোপন প্রশিক্ষণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টা জানান, “এটি একটি তদন্তসাপেক্ষ বিষয়। তদন্ত হলে বিস্তারিত বেরিয়ে আসবে।”

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সত্য প্রকাশ করছেন বলেই জনগণ উপকৃত হচ্ছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। মিডিয়ার এই ভূমিকা দেশের অগ্রগতিতে সহায়ক।

তিনি আরও দাবি করেন, “বাংলাদেশি মিডিয়া সত্য প্রচার করায় বিদেশি গণমাধ্যমগুলোর বক্তব্যের তীব্রতা কমে এসেছে। তারা এখন আগের মতো সরব হতে পারছে না।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!