ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ১০:২৪ এএম যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।শনিবার (২ আগস্ট) সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি চার্টার্ড বিমানে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এক পর্যায়ে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানায়। তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একটি সূত্র জানায়, চূড়ান্তভাবে ৩০ জনের মতো প্রত্যাবাসিত হয়েছেন।

মার্কিন প্রশাসনের বর্তমান অভিবাসন নীতির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়। এরই অংশ হিসেবে ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে মানবিক আচরণ লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশিকে হাতকড়া পরানো হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিকবার আলোচনায় মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। এবারও প্রত্যাবাসিতদের সঙ্গে শালীন আচরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১১৮ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। চলমান অভিবাসন নীতির আওতায় নিয়মিত ভিত্তিতে আরও বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!