ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকা জোগাতে বন্ধুকে খুন

কালের সমাজ | রাজশাহী ব্যুরো আগস্ট ২, ২০২৫, ০৭:৩৮ পিএম রাজশাহীতে গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকা জোগাতে বন্ধুকে খুন

গর্ভবতী স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বন্ধুকে হত্যা করে তার ভ্যান চুরি করেছে দুই দুর্বৃত্ত। নির্মম এই ঘটনায় নিহত হয়েছেন জিহাদ নামে এক ভ্যানচালক। অভিযুক্তরা হলেন, সাগর প্রামানিক ও সুলতান প্রামানিক, উভয়েই নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। রাজশাহীর র‌্যাব-৫ এর একটি দল গত শুক্রবার রাতে নাটোরের সিংড়া থেকে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

তিনি জানান, নিহত জিহাদ ও আসামি সাগর-সুলতান একে অপরের বন্ধু ছিলেন এবং প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ যোগাতে না পেরে সাগর প্রামানিক বন্ধুর ভ্যান চুরির পরিকল্পনা করে এবং এতে সহযোগিতা করে সুলতান।

পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ জুলাই সন্ধ্যায় নাটোরের সিংড়ার চৌগ্রাম বাজারে জিহাদকে কৌশলে চেতনা-নাশক দ্রব্য খাওয়ায় তারা। অজ্ঞান হওয়ার পর জিহাদকে নিয়ে যাওয়া হয় চলনবিল এলাকায়, যেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়। পরদিন, ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে।

গ্রেপ্তারের পর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। র‌্যাব তাদের কাছ থেকে নিহতের চুরি যাওয়া ভ্যান ও মোবাইল ফোনও উদ্ধার করেছে। এ ঘটনায় আটক দুজনকে নাটোর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব-৫ জানিয়েছে, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর প্রতারণার চূড়ান্ত রূপ।

কার সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!