বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আগামী অক্টোবরে নির্ধারিত সময়েই যদি বিসিবির নির্বাচন হয়, তবে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বুলবুলই পূর্ণ মেয়াদে নির্বাচিত বোর্ডপ্রধান হতে পারেন বলে আভাস মিলেছে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ শুরুতে নির্বাচিত বোর্ডপ্রধান হওয়ার আশা প্রকাশ করলেও, মূলধারার বাইরে থেকে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি বোর্ড থেকেই ছিটকে পড়েন। তার স্থলাভিষিক্ত হন বুলবুল, যিনি দায়িত্ব গ্রহণের পর সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি।
তবে বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কিছু। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেলে এবং নির্ধারিত সময়েই নির্বাচন হলে বুলবুল বোর্ড পরিচালক পদে নির্বাচিত হয়ে সভাপতির পদে বসার সুযোগ পেতে পারেন। এনএসসির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সরকারের সমর্থনপুষ্ট প্রার্থী হিসেবে বুলবুল তাদের ‘প্রথম পছন্দ’। একই সূত্র জানায়, ফারুককে সরিয়ে বুলবুলকে সভাপতি করার সিদ্ধান্ত সরকারের পরিকল্পনার অংশই ছিল।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি মনোনীত দুইজন পরিচালক পদে থাকতে পারেন। তারা চাইলে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হতে পারেন। সেক্ষেত্রে আইনগতভাবে সরকারের হস্তক্ষেপের প্রশ্নও ওঠে না।
বোর্ডের একাধিক পরিচালক জানিয়েছেন, ক্রিকেট ব্যবস্থাপনায় বুলবুলের পেশাদার অভিজ্ঞতা এবং আইসিসিতে তার দীর্ঘদিনের কাজ তাকে একজন দক্ষ সংগঠকে পরিণত করেছে। ফলে বোর্ডে তাকে সম্মানজনক কোনো পদে রাখার পক্ষে অনেকে মত দিয়েছেন। যদিও সভাপতি পদে তাকে নিয়ে পরিচালকদের অবস্থান এখনো স্পষ্ট নয়।
তবে প্রশ্ন রয়ে গেছে—যদি অক্টোবরে বুলবুল নির্বাচিতও হন, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তিনি কি ওই পদে টিকে থাকতে পারবেন? ইতিহাস বলছে, দেশে রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিসিবি সভাপতিরও পরিবর্তন হয়ে থাকে। এ পর্যন্ত বিভিন্ন সরকারের আমলে সংশ্লিষ্ট দলসমর্থিত কেউই বোর্ডপ্রধান হয়েছেন।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বুলবুল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিসিবিতে স্থায়ীভাবে দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন। জানা গেছে, তিনি ইতোমধ্যে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করেছেন।
আগামী ১৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। তখনই হয়তো বোর্ডপ্রধান পদ নিয়ে তার অবস্থান আরও স্পষ্ট হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :