ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল, নিশ্চিত অলিম্পিকের টিকিট

কালের সমাজ | স্পোর্টস ডেস্ক জুলাই ৩০, ২০২৫, ১১:২৩ এএম উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল, নিশ্চিত অলিম্পিকের টিকিট

নারী কোপা আমেরিকা ২০২৫-এর সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে দলটি নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল। ১১ মিনিটে মার্তার ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড আমানদা গুতিয়েরেস। এরপর ১৩ মিনিটে কাছ থেকে গোল করে ব্যবধান বাড়ান জিও গারবেলিনি।

২৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করেন মার্তা। দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমায়—ব্রাজিলের ডিফেন্ডার ইসা হাসের ভুলে বল জালে জড়িয়ে পড়ে। তবে ৬৫ মিনিটে গুতিয়েরেসের দারুণ ফ্রি কিকে আবারও গোল করে ব্যবধান বাড়ায় ব্রাজিল।

৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দুদিনহা জাল খুঁজে পেলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

জয়ের পর গুতিয়েরেস বলেন, “এটা আমার প্রথম ফাইনাল। আমরা দারুণ খুশি। কোচের সঙ্গে শুরু থেকেই কঠোর পরিশ্রম করছি। এখন তার ফল পাচ্ছি।”

শনিবার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে স্বাগতিক কলম্বিয়ার, যাদের হারিয়েই ২০২২ সালে অষ্টমবারের মতো কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। এবারও লক্ষ্য শিরোপা ধরে রাখা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!