ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে “সততা স্টোর” উদ্বোধন

কালের সমাজ | মো. সবুজ মিয়া, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জুলাই ৩১, ২০২৫, ০৮:০১ পিএম কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে “সততা স্টোর” উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে “সততা স্টোর” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকালে ছয়সূতী জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং দুপুরে লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলে পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. কাসেম এবং লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা রুবাইয়া।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম রাশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সততা সংঘের সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয় কর্তৃক গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুর্নীতি দমন কমিশনের লোগো সংবলিত ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!