আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে ‘সংস্কার ও সমসাময়িক বিষয়ে’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। এবারের নির্বাচনে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ সেটিকে প্রশ্নহীন মনে করলেও আমি সে বিষয়ে দ্বিমত পোষণ করি। ২০০৮ সালের নির্বাচন ঘিরে অনেক ভয়াবহ তথ্য রয়েছে—গবেষণা ও সাংবাদিকতার মাধ্যমে সেগুলো সামনে আসবে।”
সরকারের সংস্কার কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা জানান, “আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ডিজিটালাইজেশনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক হয়রানি রোধে আইন মন্ত্রণালয়ের সুপারিশে প্রায় ১৬ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে, যাতে কয়েক লাখ মানুষ উপকৃত হয়েছেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বর্তমান সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম ভবিষ্যতের সরকারও ধরে রাখবে। এই ধারাবাহিকতা রক্ষা করা গেলে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :