ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বাড্ডায় রিয়াদের আরেকটি বাসায় পুলিশের অভিযান, উদ্ধার নগদ টাকা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৫, ০১:৪০ পিএম বাড্ডায় রিয়াদের আরেকটি বাসায় পুলিশের অভিযান, উদ্ধার নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের চাঁদাবাজি সংশ্লিষ্ট আরও একটি বাসার সন্ধান পেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থিত ওই বাসা থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা রিয়াদের চাঁদাবাজি সংশ্লিষ্ট অন্যান্য জায়গারও খোঁজ নিচ্ছি। বাড্ডায় তার আরেকটি বাসায় অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।”

এর আগে সোমবার রাতে নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা মামলার সূত্রপাত হয় একটি চাঞ্চল্যকর ঘটনার মাধ্যমে। অভিযোগে জানা যায়, কয়েকদিন আগে রাজধানীর গুলশানে সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে গিয়ে পাঁচ যুবক ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় সাবেক এমপি বাসায় না থাকায় তার স্বামীর কাছে তারা দাবি পেশ করেন। এমনকি আগেই তারা ১০ লাখ টাকা নিয়েও যান।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় খবর দিলে পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর ওই ঘটনায় গুলশান থানায় ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। তাদের চাঁদাবাজির নেটওয়ার্ক ও আর্থিক উৎস খতিয়ে দেখতে তদন্ত চলছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!