রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশন আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জুলাই সনদ’-এর চূড়ান্ত খসড়া প্রস্তুতের কাজ শেষ করতে চায়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে এবং দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠানো হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া বৈঠকে রাষ্ট্র সংস্কার বিষয়ক ৬টি কমিশনের প্রস্তাবের সারসংক্ষেপ নিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। ড. রীয়াজ জানান, এখন পর্যন্ত ১৩টি বিষয়ে মতপার্থক্যসহ প্রাথমিক ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলোর নিষ্পত্তি আজই করতে চায় কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদের প্রস্তাবনার প্রেক্ষাপট ইতিমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। দলগুলোর দেওয়া মতামত ও সংশোধনগুলো নিয়ে কাজ চলছে। আলোচনার মাধ্যমে মতানৈক্যের বিষয়গুলো নিরসনের চেষ্টা হচ্ছে।
চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠিয়ে তাদের স্বাক্ষর গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আলোচনা হবে পরবর্তী ধাপে। আজকের মধ্যেই আলোচনার আনুষ্ঠানিক অংশ শেষ করতে চায় কমিশন।
কমিশনের শেষ দিনের আলোচনায় রাষ্ট্রপতির দায়িত্ব, ক্ষমতা, নির্বাচনসহ আরও সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অধ্যাপক আলী রীয়াজ।
এর আগের দিন, ৩০ জুলাই, অনুষ্ঠিত সংলাপে সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছানোর ঘোষণা দেয় কমিশন। তবে রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনায় মতভেদ থাকায় তখন সিদ্ধান্ত হয়নি।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :