ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আগামী পাঁচ-ছয় দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৫, ০৩:২৬ পিএম আগামী পাঁচ-ছয় দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক কাঠামো ও নির্বাচন প্রক্রিয়ার জন্য আগামী পাঁচ থেকে ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী পাঁচ-ছয় দিনের মধ্যেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে—আমরা কোন পথে এগোচ্ছি তা বোঝা যাবে। তবে একটি বিষয় নিশ্চিত, নির্বাচনে দেরি হবে না। এ নিয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট অবস্থানে আছেন।”

প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকবে না।”

তিনি আরও বলেন, “এই সরকার দায়িত্ব পেয়েছে একটি সংকটাপন্ন সময়ে। সেই তুলনায় অন্তর্বর্তী সরকার অনেকখানি সফলভাবে কাজ করে যেতে পেরেছে।”

চাঁদাবাজির বিষয়ে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, “চাঁদাবাজির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রমাণ মিললে যে-ই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনৈতিক দলগুলোর অর্থায়ন ব্যবস্থা প্রসঙ্গে হতাশা প্রকাশ করে প্রেস সচিব বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও রাজনৈতিক দলের ফান্ড রেইজিংয়ে স্বচ্ছতা নেই—এটা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!