ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গুলশানে চাঁদাবাজির অভিযোগে আরও এক ছাত্রনেতা অপু গ্রেফতার

কালের সমাজ আগস্ট ১, ২০২৫, ০২:৪৯ পিএম গুলশানে চাঁদাবাজির অভিযোগে আরও এক ছাত্রনেতা অপু গ্রেফতার

রাজধানীর গুলশানে সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসা থেকে অর্থ আদায়ের অভিযোগে আরও একজন ছাত্রনেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট ৬ জনকে আটক করা হলো।

শুক্রবার (১ আগস্ট) সকালে ওয়ারী এলাকা থেকে গ্রেফতার করা হয় জানে আলম অপুকে, যিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক বলে পরিচিত।

ডিবি (দক্ষিণ) এর যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানের একটি বাড়িতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে আটক করা হয়।

এর আগে ২৬ জুলাই গুলশান থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছিল। তারা হলেন: মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের মধ্যে চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।

গ্রেফতারদের মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না ঢাকায় সংগঠনটির মহানগর শাখার আহ্বায়ক। সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব একই কমিটির সদস্য। রিয়াদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদেরও সদস্য।

সূত্র জানায়, গত ১৭ জুলাই সকালে চাঁদা আদায়ের জন্য রিয়াদ শাম্মি আহমেদের বাসায় যান। দাবি করেন এক কোটি টাকা, না দিলে ‍‍`ফ্যাসিস্টের দোসর‍‍` আখ্যা দিয়ে পুলিশের কাছে দেওয়ার হুমকি দেন। পরে প্রথম দফায় ১০ লাখ টাকা আদায় করা হয়। এরপর ফের টাকা আনতে গেলে পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় গুলশানের একটি বাসার গেস্টরুমে দুই ব্যক্তি নগদ অর্থ বুঝে নিচ্ছেন। পুলিশ নিশ্চিত করেছে—ওই ভিডিওটি গুলশান ৮৩ নম্বর রোডে অবস্থিত শাম্মি আহমেদের বাসার।

 


কালের সমাজ/এ.স/এ.জে

Side banner
Link copied!