রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো ক্ষুদেবার্তায় বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং পরে উত্তরায় বিধ্বস্ত হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :